কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মালয়েশিয়ায় এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

ঢাকা পোষ্ট মালয়েশিয়া প্রকাশিত: ২৪ জুলাই ২০২১, ২০:১৭

মালয়েশিয়ায় গত একদিনে রেকর্ড সর্বোচ্চ ১৫ হাজার ৯০২ জন কোভিড আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এসব রোগী শনাক্ত হওয়ার খবর দিয়ে বলেছে, প্রাদুর্ভাব শুরুর পর এক দিনে এত রোগী আর কখনো শনাক্ত হয়নি। 


শুক্রবার ১৫ হাজার ৫৭৩ জন রোগী শনাক্ত হয়েছিল; যা ছিল মালয়েশিয়ায় একদিনে রোগী শনাক্তের রেকর্ড। এর ২৪ ঘণ্টা না পেরোতেই মালয়ে আবারও দেশটিতে করোনা শনাক্তের রেকর্ড হওয়ায় সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।   


দেশটির রাজধানী কুয়ালালামুপর অবস্থিত ক্ল্যাং উপত্যকায়। এখানেই করোনার প্রকোপ ছড়িয়েছে সবচেয়ে বেশি। শনিবার যত রোগী শনাক্ত হয়েছে তার অর্ধেকের বেশি এখানকার। এর মধ্যে শিলানগরে ৭৩৫১ ও কুয়ালালামপুরে ২৪০৬ জন। 


এছাড়া কেদাহতে ৮৬৭ জন, জোহরে ৮০৪ ও সাবাহতেও ৭১২ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে টিকাদান কর্মসূচি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী আধাম বাবা জানিয়েছেন, দেশের প্রায় ১৬ শতাংশ মানুষ কোভিড টিকার দুই ডোজ নিয়েছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও