কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনার নতুন ভ্যারিয়েন্টের ‘উর্বরভূমি’ ইন্দোনেশিয়া

জাগো নিউজ ২৪ ইন্দোনেশিয়া প্রকাশিত: ২৩ জুলাই ২০২১, ২০:৫৩

বিশ্বের সংক্রামক রোগ বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ইন্দোনেশিয়ায় মহামারির বর্তমান গতি ও আক্রান্তের হার সুপার স্ট্রেইনের জন্য একটি নিখুঁত প্রজননকেন্দ্র তৈরি করেছে, যা ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় আরও বেশি মারাত্মক হতে পারে। গত সপ্তাহে ইন্দোনেশিয়া দৈনিক আক্রান্তের হারে ভারত এবং ব্রাজিলকে অতিক্রম করে। বৃহস্পতিবার দেশটিতে ৪৯ হাজার ৫০০ জনের বেশি নতুন রোগী শনাক্ত এবং ১ হাজার ৪৪৯ জনের মৃত্যু হয়েছে।


ইন্দোনেশিয়ার মহামারি বিশেষজ্ঞ ড. ডিকি বুদিম্যান বলেন, নতুন ভ্যারিয়েন্ট সর্বদা এমন অঞ্চল বা দেশগুলোতে শুরু হয়, যারা সহজে সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পাঁচ শতাংশের বেশি করোনা টেস্টের ফলাফল পজিটিভ হলে মহামারি নিয়ন্ত্রণ সম্ভব হয় না। ইন্দোনেশিয়ায় করোনা মহামারি শুরুর পর ১৬ মাস ধরে আক্রান্তের হার ১০ শতাংশের বেশি ছিল। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩০ শতাংশে। সুতরাং সহজেই অনুমান করা যায়, ইন্দোনেশিয়ায় করোনার নতুন ভ্যারিয়েন্ট বা সুপার ভ্যারিয়েন্ট তৈরির সম্ভাবনা প্রচুর।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও