কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শ্রীমঙ্গলে দৃষ্টিনন্দন আশ্রয়ণ প্রকল্প

মানবজমিন প্রকাশিত: ১৭ জুলাই ২০২১, ০০:০০

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলে নির্মিত প্রধানমন্ত্রীর উপহার আশ্রায়ন প্রকল্প পর্যটন শিল্পের অপার সম্ভাবনার সুযোগ সৃষ্টি করেছে। দিগন্তজুড়ে সবুজ উঁচু-নিচু টিলা, পাহাড়ের নান্দনিকতা বনাঞ্চল পরিবেষ্টিত বিস্তৃীর্ণ চা বাগান। সবুজের প্রাচুর্যের গালিচার ভাঁজে ভাঁজে গড়ে উঠেছে নিরাশ্রয় দরিদ্রের জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আশ্রায়ণ প্রকল্প। শ্রীমঙ্গলের আশ্রায়ণ প্রকল্পগুলোর রূপ-সৌন্দর্য্য গত ২০ জুন প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনকালে দেশবাসীর দৃষ্টি কাড়ে। অনেকে এই আশ্রায়ণ প্রকল্পের প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য পর্যটক আকর্ষণে সম্ভাবনার নতুন দুয়ার হিসেবে দেখছেন। সবুজ পাহাড়ের বুকে সারি সারি লালসবুজের ঘর, প্রতিটি ঘরে সাদা ও লাল-সবুজের মিথস্ক্রিয়া। এ যেন বাংলাদেশের গর্বের লাল-সবুজের মিলিত প্রয়াস। দূর থেকে দেখলে মনে হবে কোন পর্যটন স্পট। এটি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের মাজদিহি পাহাড়ে নির্মিত আশ্রয়ণ প্রকল্প। এখানে র্নিমিত হচ্ছে ৩০০টি ঘর। ইতিমধ্যে নির্মিত হয়েছে ১৫০টি। বাকীগুলোর কাজ চলছে। এছাড়া রাধানগর, মোহাজিরাবাদ, বেগুনবাড়ী, বিষামণিসহ বিভিন্ন জায়গায় আরও ৩০০টি ঘর নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ১৫০টি হস্তান্তর করা হয় সুবিধাভোগীদের মাঝে। বাকি ১৫০ ঘর নির্মাণাধীন।এ প্রকল্পে পানি-বিদ্যুৎ সুবিধা, বিদ্যালয়, নারীদের প্রশিক্ষণের জন্য কমিউনিটি হল থেকে শুরু করে একটি শহরে যেমন সুযোগ-সুবিধা থাকে তার সবই থাকবে। সরকারের প্রতিটি বিভাগ এখানে সমন্বিতভাবে কাজ করছে।এই কর্মযজ্ঞ তত্ত্বাবধান করছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। সময়-সময়ে স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ডক্টর মো. আব্দুস শহীদ, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এবং জেলা প্রশাসনের কর্মকর্তা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা আসছেন তদারকি করতে। সবার সঙ্গে সমন্বয় করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় এর আগে গত ২৩ জানুয়ারী ‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ স্লোগান নিয়ে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় উপজেলার আশিদ্রোন, শ্রীমঙ্গল সদর, ভূনবীর ও মির্জাপুর ইউনিয়নে মুজিব বর্ষের উপহার হিসেবে  প্রথম ধাপে এ উপজেলার ১৫০ জন ভুমি ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাসজমির মালিকানা দিয়ে ১৫০টি আধাপাকা নতুন ঘর দেওয়া হয়েছিল। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান জানান, প্রত্যেকটি প্রকল্পের চমৎকার লোকেশনে। চারদিকে সবুজ প্রকৃতি ঘেরা। তাই এখানে আমরা ‘আমার গ্রাম আমার শহর’ গড়ে তুলব। এছাড়া পুনর্বাসন পাওয়ার পর এসব পরিবারের সদস্যদের আয় বাড়ানোর কাজে নিয়োজিত রাখতে প্রকল্প এলাকায় সরকারি ১ নম্বর খাস খতিয়ানে বন্দোবস্ত অযোগ্য ভূমি রয়েছে। সেখানে এসব পরিবারের সদস্যদেরকে  লেবু, আনারস চাষের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ‘গ্রাম হবে শহর’ ভিশনকে চিন্তা করেই আমরা আশ্রয়ণ প্রকল্পটি করেছি। তবে এখানে কিছু সুযোগ-সুবিধা থাকছে যা সাধারণত: এমন প্রকল্পে থাকে না।আমরা ৩০ একর জায়গায় ৩টি ব্লকে ১৫০০ মানুষের জন্য ৩০০টি ঘর নির্মাণ করছি। এখানে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ করা হয়েছে। নারীরা যেন প্রশিক্ষণ নিতে পারেন তাই একটি মাল্টিপারপাস কমিউনিটি হল নির্মাণ করা হবে।‘মুজিববর্ষ’ নামে একটি প্রাথমিক বিদ্যালয় হবে, মন্দির-মসজিদ হবে। ফলমুল ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানো হচ্ছে। এক কথায় যত ধরনের নাগরিক সুবিধা শহরের মানুষ পায় তা এখানে করা হবে। ছোট হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিকও হবে। অর্থাৎ কিছুই বাদ যাবে না জানালেন এ কর্মকর্তা।শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম জানান, এই আশ্রয়ণ প্রকল্পগুলোতে ‘মাননীয় প্রধানমন্ত্রীর আমার গ্রাম- আমার শহর ধারণার প্রতিফলন ঘটেছে। স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এর দিক নির্দেশনায় এখানে উন্নত যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও সুপেয় পানির পাশাপাশি আশ্রয়ণগুলোকে ঘিরে রয়েছে ইউনিয়ন পরিষদ, ইউডিসি, কমিউনিটি ক্লিনিক, বিদ্যালয়, হাট-বাজারসহ অন্যান্য নাগরিক সুবিধা’। তিনি বলেন, ‘দেশের অন্যতম পর্যটন কেন্দ্র শ্রীমঙ্গলের পর্যটন শিল্পের বিকাশে এই আশ্রয়ণগুলো নতুন উপযোগিতা সৃষ্টি করবে। পর্যটকদের কাছে আকর্ষণীয় এখানকার লেবু ও আনারস উৎপাদনে উপকারভোগীদের যুক্ত করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় হস্তশিল্পে নারী উপকারভোগীদের প্রশিক্ষণ ও ঋণ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। ফলে উপকারভোগীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশ ঘটবে। পাশাপাশি এই প্রকল্প কেন্দ্রিক পর্যটন শিল্প দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখতেও সক্ষম হবে’ বলে জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত