কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যেভাবে হামলা চালায় হ্যাকাররা

কালের কণ্ঠ প্রকাশিত: ২৭ জুন ২০২১, ১১:১৬

সাইবার হামলা শব্দটি আমাদের কাছে এখন বেশ পরিচিত। কিছু দিন আগে বাংলাদেশ ব্যাংকের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাও আমরা জানি। এক বছর ধরে পরিকল্পনা করে বাংলাদেশ ব্যাংকে সাইবার হামলা চালানোর ঘটনা আমাদের বিস্মিত করে। একদল হ্যাকার আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের সিস্টেমে নিয়ন্ত্রণ নেয় ব্যাংকের কর্মচারীদের কাছে চাকরির সিভি ই-মেইলে পাঠিয়ে। সেখান থেকে তারা নিয়ন্ত্রণ নেয় ব্যাংকের প্রিন্টারের, এমনকি ব্যাংকের সুইফট সিস্টেমেরও। শুধু বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েই নয়, সেই চুরি করা কালো টাকা সাদা করে পগারপার হয়ে যায়, যা সত্যিই অচিন্তনীয়। একই সঙ্গে তারা যেন ধরা না পড়ে এবং টাকা চুরির বিষয়টি কর্তৃপক্ষ যেন খুব দ্রুত জানতে না পারে এমন খুঁটিনাটি বিষয় নিয়ে সূক্ষ্ম পরিকল্পনা করে সেই সাইবার হামলাটি বাস্তবায়ন করে। যেকোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে যেমন পরিপূর্ণ পরিকল্পনা দরকার, তেমনি সাইবার হামলাকারীরাও বেশ কিছু কর্মপরিকল্পনা তৈরি করে তাদের প্রতিটি সাইবার হামলাকে সফলতা দেওয়ার জন্য। এ ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে সাইবার অপরাধীরা শুধু যে টাকার জন্যই হামলা চালায় তা কিন্তু নয়। তথ্য চুরি, সোর্স কোড হাতিয়ে নেওয়া, কোনো অপারেশন বিঘ্নিত করে দেওয়া, কোনো অ্যাপ্লিকেশনের কার্যক্ষমতা নষ্ট করে দেওয়া এবং নিজের ক্ষমতা জাহির করার জন্যও অনেকে অনৈতিকভাবে হ্যাকিং কার্যক্রম সম্পন্ন করে থাকে। সুতরাং আর্থিক প্রতিষ্ঠানই যে শুধু হ্যাকিংয়ের শিকার হয় এমনটা নয়, যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই আক্রমণের শিকার হতে পারে।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও