কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ময়মনসিংহ নগরীর ১১ এলাকায় কঠোর বিধিনিষেধ

মানবজমিন প্রকাশিত: ২৫ জুন ২০২১, ০০:০০

করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনা ও সংক্রমণ রোধে ময়মনসিংহ সিটি করপোরেশনের ১১ এলাকায় কঠোর বিধিনিষেধ মেনে চলাচলের বিজ্ঞপ্তি ঘোষণা করেছে জেলা প্রশাসন। এলাকাগুলো হলো- নগরীর মাসকান্দা (বাসস্ট্যান্ড), চরপাড়া, নয়াপাড়া, কৃষ্টপুর, আলিয়া মাদ্রাসা, নওমহল, আরকে মিশন রোড, বাউন্ডারি রোড, পাটগুদাম, কাঁচিঝুলি ও গাঙ্গিনারপাড়। এসব এলাকার সার্বিক কার্যক্রম বন্ধ থাকবে। গতকাল বিকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৬টা থেকে আগামী ১লা জুলাই মধ্যরাত পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, বিধিনিষেধের সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ব্যতীত, জনসাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ইতিপূর্বে ঘোষণাকৃত সরকারি সকল আদেশ বলবৎ থাকবে। এই আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে