কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খাগড়াছড়িতে একদিনে ১৯ জন করোনায় আক্রান্ত

এনটিভি প্রকাশিত: ২৪ জুন ২০২১, ১৫:৫০

খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টার শেষ হিসাবে ১৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার প্রাপ্ত ফলাফলে ৬০টি নমুনার বিপরীতে ১৯ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে এক হাজার ২৭ জন। এখন পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে আটজনের। খাগড়াছড়ি সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে ১৮ জন রোগী ভর্তি রয়েছে। যাদের মধ্যে ছয়জন পজিটিভ এবং ১২ জন সন্দেহভাজন। খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, ‘জনসাধারণের মধ্যে স্বাস্থ্যবিধি মানার সচেতনতা কমে যাওয়ায় হঠাৎ করে সংক্রমণের হার বেড়েছে। চলতি মাসে খাগড়াছড়িতে ৯৪৫টি নমুনায় ১১৯ জন পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৪ দশমিক ১০ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও