কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ দেখানোয় জরিমানা মাহমুদুল্লাহর

মানবজমিন প্রকাশিত: ২৪ জুন ২০২১, ০০:০০

ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) এর আগে স্টাম্পে লাথি মেরে  আম্পায়ারদের সিদ্ধান্তে অস্তোষ প্রকাশ করেন সাকিব আল হাসান। এজন্য মোহামেডান অধিনায়ককে তিন ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে মোটা অংকের জরিমানাও গুনতে হয়। মাঠে অদ্ভূত কা- ঘটিয়ে এবার জরিমানা গুনলেন মাহমুদুল্লাহ রিয়াদ। বুধবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।প্রাইম ব্যাংকের ইনিংসের ১৫.৫তম ওভারে বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদের বলে অলক কাপালির বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেন গাজী গ্রুপের খেলোয়াড়রা। তবে সাড়া দেননি আম্পায়ার। সাড়া না পেয়ে মেজাজ বিগড়ে যায় মাহমুদুল্লাহ’র। মাটিতে ঘুষি, গড়াগড়ি করে তিনি থার্ড ম্যানে গিয়ে কিছুক্ষণ বসেও থাকেন চুপচাপ। বেশ কয়েকবার আম্পায়ার তাকে খেলা শুরু করার আহ্বান জানালেও সাড়া দেননি। এতে লেভেল-২ আচরণবিধি ভঙ্গের দায়ে রিয়াদকে জরিমানা করা হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত