কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিলেটে ৫ দিনের রিমান্ডে হিফজুর

মানবজমিন প্রকাশিত: ২১ জুন ২০২১, ০০:০০

সিলেটের গোয়াইনঘাটে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় পিতা হিফজুর রহমানকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত শনিবার হিফজুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছিল পুলিশ। সুস্থ হয়ে উঠলে গতকাল হিফজুর রহমানকে হাসপাতাল থেকে ছাড় দেয়া হয়। পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের ছাড়পত্র নেয়ার পর পুলিশ হেফাজতে হিফজুরকে নেয়া হয়। এরপর দুপুর দেড়টার দিকে তাকে আদালতে তোলা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) দিলীপ কান্তি নাথ আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে গোয়াইনঘাট আমলী আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস হিফজুরের ৫ দিনের রিমান্ড মঞ্জর করেন। গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ জানিয়েছেন, আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। হিফজুরকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত বুধবার সকালে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি দক্ষিণ পাড়া গ্রামের নিজ ঘর থেকে হিফজুরের স্ত্রী আলেমা বেগম, তার দুই সন্তান মিজান ও তানিশার লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘর থেকেই হিফুজরকে আহতাবস্থায় উদ্ধার করা হয়। এরপর থেকে হিফজুর পুলিশ পাহারায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার আচরণ প্রথম থেকেই সন্দেহজনক বলে জানিয়েছিল পুলিশ। মঙ্গলবার রাতের কোনো এক সময় তাদের হত্যা করা হয়। ওই রাতে মামার বাসায় থাকায় বেঁচে যায় ওই দম্পতির ৫ বছরের ছেলে আফসান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে