কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডোমারে মাছের সঙ্গে শত্রুতা

মানবজমিন প্রকাশিত: ১৯ জুন ২০২১, ০০:০০

নীলফামারীর ডোমার উপজেলায় রুহুল আমীন নামের এক মাছচাষির ৪টি পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দুপুরে পুকুরগুলোতে মাছ মরা অবস্থায় ভাসতে শুরু করে। প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছ গতকাল সকাল পর্যন্ত পুকুরে ভেসে ওঠে। উপজেলার পাঙ্গামটকপুর মুন্সিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। গত বছরও তার একটি পুকুরে একইভাবে মাছ মেরে ফেলার অভিযোগ ছিল।রুহুল আমীন জানান, বৃহস্পতিবার দুপুরে পুকুরে গিয়ে দেখি কয়েকটি মাছ মরা অবস্থায় ভেসে আছে। প্রথমে মনে করেছিলাম হয়তো পানিতে গ্যাস হয়েছে। তাই মটর দিয়ে পানি দেই। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে মাছ মরার সংখ্যা বাড়তে থাকে। গতকাল সকাল পর্যন্ত পুকুরগুলোর সব মাছ মরে পানিতে ভেসে ওঠে। কিছু কিছু মাছ কাদাতে তলিয়ে রয়েছে। ৪টি পুকুরে রুই, কাতল, ব্রিগেটসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫ লক্ষ টাকার মাছ মরে গেছে। এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে