কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্বাস্থ্যবিধি না মানায় দৌলতপুরে ৫ জনকে জরিমানা

মানবজমিন প্রকাশিত: ১৯ জুন ২০২১, ০০:০০

কুষ্টিয়ার দৌলতপুরে করোনা স্বাস্থ্যবিধি না মানাসহ পৃথক মামলায় ৫ জনের সাড়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে দৌলতপুর উপজেলার দৌলতপুর সেন্টারমোড় বাজারে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মুখে মাস্ক ব্যবহার না করে করোনা স্বাস্থ্য বিধি না মানার দায়ে ১৮৬০ সালের দ.বি. ২৬৯ ধারায় সংক্রমক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮সহ পৃথক ৩টি মামলায় ৫ জনের ৫৫০০টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। ভ্রাম্যমাণ আদালতের বিচারক দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, করোনা স্বাস্থ্যবিধি না মানাসহ পৃথক মামলায় ৫ জনের অর্থদণ্ড করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে এ অভিযান চলামান থাকবে বলে তিনি উল্লেখ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে