কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দোহারে সাংবাদিকদের কার্যালয় ভাঙচুর

মানবজমিন প্রকাশিত: ১৯ জুন ২০২১, ০০:০০

দোহার উপজেলার জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অফিস ভাঙচুর করা হয়েছে। দোহার পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় দুষ্কৃতকারীরা দৈনিক জাতীয় পত্রিকা কালের কণ্ঠ, মানবজমিন, প্রতিদিনের সংবাদ, জনকণ্ঠ, নয়াদিগন্ত, প্রিয়বাংলা ও ইলেকট্রনিক মিডিয়া আরটিভি, চ্যানেল ২৪, এশিয়ান টিভি ও চ্যানেল ৫২-এর সাংবাদিকদের কর্মরত অফিসে ভাঙচুর চালায়। গতকাল অর্ধবেলা কার্যালয় বন্ধ থাকায় সন্ধ্যার পর সাংবাদিকরা সেখানে গিয়ে ভাঙচুর করা দেখতে পান। সংবাদ পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে আরটিভি ও কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি এবং প্রিয়বাংলা নিউজ২৪-এর সম্পাদক অমিতাভ পাল অপু জানান, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি দোহার থানা পুলিশকে জানানো হয়েছে। অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। চ্যানেল ২৪ ও মানবজমিন-এর প্রতিনিধি শামীম আরমান জানান, সহকর্মীর কাছ থেকে জানতে পেরে অফিসে গিয়ে ভাঙচুর দেখতে পাই। এ বিষয়ে দোহার থানার ওসি (তদন্ত) কর্মকর্তা মাসুদুর রহমান জানান, শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে