কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশ-ভারত ‘এয়ার বাবল’ চালুর উদ্যোগ

মানবজমিন প্রকাশিত: ১৯ জুন ২০২১, ০০:০০

করোনার দ্বিতীয় ধাক্কা খানিকটা সামলে ওঠার প্রেক্ষিতের চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যে কিংবা চাকরির প্রয়োজনে ‘ভ্রমণ জরুরি’ উভয় দেশের এমন নাগরিকদের জন্য দ্বিপক্ষীয় বিশেষ বিমান পরিষেবা ‘এয়ার বাবল’ চালু করতে কাজ শুরু করেছে বাংলাদেশ এবং ভারত । পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আগামী মাসে ওই সেবা পুনঃস্থাপনের ইঙ্গিত দিয়েছেন। দু’দিন আগে আলাপে তিনি বলেন, দিল্লিতে করোনা প্রকোপ কমার প্রেক্ষিতে আগামী জুলাই মাস থেকে ঢাকা-দিল্লি এয়ার বাবল ফের চালুর চেষ্টা করছি আমরা। তবে পুরো বিষয়টি নির্ভর করছে করোনার আঘাত কতোটা সামলে নেয়া সম্ভব হবে তার ওপর। সেগুনবাগিচা বলছে, এ নিয়ে সিভিল এভিয়েশনের মতামত চাওয়া হয়েছে। ২/১ দিনের মধ্যে এ বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আহ্বান করা হবে। সেখানে বিস্তারিত আলোচনার পর যে সিদ্ধান্ত হবে তা দিল্লির বিবেচনায় পাঠানো হবে। উল্লেখ্য, প্রায় আট মাস বিমান যোগাযোগ পুরোপুরি বন্ধ থাকার পর গত বছরের ২৮শে অক্টোবর থেকে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় ভারতের সঙ্গে বিশেষ বিমান যোগাযোগ শুরু হয়। কিন্তু বেশিদিন তা সচল রাখা সম্ভব হয়নি। এরমধ্যে বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশে প্রকট হয়ে ওঠে করোনার দ্বিতীয় ঢেউ। বর্তমান ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের সঙ্গে স্থল এবং আকাশপথে যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে। এতে উভয় দেশে জরুরি ভ্রমণ আবশ্যক এমন অনেকে আটকা পড়ে আছেন। চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, চাকরিসহ নানা কারণে প্রতিবছর লাখ লাখ নাগরিক একে অন্যের দেশে যাতায়াত করেন। বাংলাদেশি ভ্রমণকারীদের বড় অংশই যান চিকিৎসা এবং ফলোআপ চিকিৎসায়। আর ভারতীয় ভ্রমণকারীদের উল্লেখযোগ্য অংশ বাংলাদেশে আসে বড় বড় চাকরি নিয়ে। করোনার কারণে সীমান্ত এবং আকাশপথ বন্ধ থাকায় উভয় দেশে এমন জরুরি যাতায়াতকারীরা বিপাকে রয়েছেন। তাদের জন্যই বিশেষ সেবা ‘এয়ার বাবল’ ফের চালুর ওই উদ্যোগ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে