কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দিনাজপুরে করোনায় ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

মানবজমিন প্রকাশিত: ১৮ জুন ২০২১, ০০:০০

করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুরে ২৪ ঘণ্টায় সদরেই ৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন- আরও ২৭৫ জন। এরমধ্যে সদরে একদিনে আক্রান্ত ১৯০ জন। এদিকে লকডাউনে কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও তা বাস্তবায়নে হিমশিম খাচ্ছে প্রশাসন। মাঠে কাজ করছে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ স্বেচ্ছাসেবক বাহিনী। শহরের পাঁচটি প্রবেশমুখে পুলিশ-আনসার-বিজিবি ও র?্যাব সদস্যরা তল্লাশি চৌকি বসালেও তেমন তৎপর নেই তাদের। লকডাউনের নির্দেশনায় জরুরি পণ্য সেবার দোকান ছাড়া অন্য সব দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার ঘোষণা থাকলেও বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান খোলা রয়েছে। অকারণে মানুষ বাড়ি থেকে বের হচ্ছে, মুখের মাস্ক থুতনিতে আটকে রেখে ঘুরছে, শহরের রাস্তা-মোড় এবং অলিগলিতে। দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, গত তিন সপ্তাহ ধরে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। বিশেষ করে দিনাজপুর সদর উপজেলায় সংক্রমণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে