কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঘাটাইলে বিট কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

মানবজমিন প্রকাশিত: ১৮ জুন ২০২১, ০০:০০

টাঙ্গাইলের ঘাটাইলে বনবিভাগের আওতাধীন সাগরদিঘী ফরেস্ট (বিট) কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত বুধবার সকালে উপজেলার কামালপুর ছোবাহান মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সাগরদিঘী বিটের অধীনে কামালপুর মৌজার সরকারি সংরক্ষিত বনভূমিতে ২০০৭-৮ অর্থ বছরে সৃজিত আকাশমনির উডলট বাগান করা হয়। গত ৯ই জুন ওই বাগান থেকে দুর্বৃত্তরা গাছ কাটার সময় টহলরত বিট অফিসের কর্মকর্তারা তাদেরকে ধাওয়া করে। এ সময় বন কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে বনের ভিতর পড়ে থাকা ১৫.০০ ঘনফুট কাঠ জব্দ করে বন বিভাগের লোকজন। কাউকে না পেয়ে ওই দিনই চারজনকে অভিযুক্ত করে সাগরদিঘী বিট কর্মকর্তা সিদ্দিক হোসেন বন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার কামালপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. একাব্বর (৩৫) ও একই এলাকার জামাল মিয়ার ছেলে শাজাহান মিয়া (৩৫)কে অভিযুক্ত করার প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, আওয়ামী সাংস্কৃতিক ফোরামের টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হাজী, স্থানীয় শ্রমিক লীগ নেতা মো. রাসেল সিকদার, স্থানীয় সোনার বাংলা ক্লাবের সাধারণ সম্পাদক শেখ ফরিদ, মসজিদের মোয়াজ্জিন আব্দুল কাদেরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি। এ সময় বক্তারা বলেন, একাব্বর একজন সহজ সরল এবং ধর্মভীরু মানুষ। অপরদিকে শাজাহান মিয়া পেশায় একজন দিনমজুর। তাদের বিরুদ্ধে বনবিভাগ যে মামলা দায়ের করেছেন মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। বনবিভাগের ওই কর্মকর্তা মনগড়া মিথ্যা মামলা দিয়ে সহজ সরল দুই ব্যক্তিকে হয়রানি করছেন।  এ ব্যাপারে সাগরদিঘী বিট কর্মকর্তা মামলার বাদী মো. সিদ্দিক হোসেন বলেন, মানববন্ধনের বিষয়টি আমার জানা নেই। যথাযথ নিয়ম মেনেই মামলা দায়ের করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত