কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের নতুন কমিটি

মানবজমিন প্রকাশিত: ১৭ জুন ২০২১, ০০:০০

নাম পরিবর্তন করে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের নতুন কমিটি গঠন করা হয়েছে। এর আগে এ সংগঠনটির নাম ছিল পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন। এ উপলক্ষে বুধবার দুপুরে তেঁতুলিয়া পিকনিক কর্নারের বেরং কমপ্লেক্সে নবগঠিত নেতৃবৃন্দের সঙ্গে গণমাধ্যমকর্মীদের পরিচিতি ও মতবিনিময়ের আয়োজন করা হয়। কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ তারিনকে সভাপতি ও বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা কুদরত-ই-খুদা মিলনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য ওই কমিটি গঠিত হয়েছে। সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলনের সঞ্চালনায় সভাপতি আব্দুল লতিফ তারিন বলেন, বাংলাবান্ধা স্থলবন্দরের শ্রমিকসহ অন্যান্যদের করোনা পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিপুল সম্ভাবনাময় চার দেশীয় সংযোগস্থল বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি অনিয়ম, দুর্নীতি রোধ করে সরকারের রাজস্ব আদায়সহ বন্দরের উন্নয়নে সর্বাত্মক কাজ করবে নতুন কমিটি। এজন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলম, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, এ রহমান মুকুল, সংগঠনের সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম শাহিন, সহ-সভাপতি আবদুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন উর রশিদ সেলিম, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের প্রধান,  কোষাধ্যক্ষ মোজাফ্‌ফর হোসেন, প্রচার সম্পাদক সবুজ আলী, দপ্তর সম্পাদক সোহেল রানা মানিক, সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন বাবু প্রমুখ বক্তব্য দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত