কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নড়াইলে ইজিপিপি কর্মসূচির প্রকল্পে দুর্নীতির অভিযোগ

মানবজমিন প্রকাশিত: ১৭ জুন ২০২১, ০০:০০

নড়াইলে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) ২য় পর্যায় কর্মসূচির আওতায় গৃহীত প্রকল্প বাস্তবায়নে চরম দুর্নীতি অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গতকাল নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নে সরজমিন এ প্রকল্পের কাজ দেখতে গেলে স্থানীয়রা ব্যাপক অভিযোগ করেন। স্থানীয়দের অভিযোগ ২০২০-২০২১ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) ২য় পর্যায় কর্মসূচির আওতায় মাইজপাড়া ইউনিয়নের দৌলতপুর সমরেশ কুণ্ডুর বাড়ি হতে সুভাষ কুণ্ডুর বাড়ি অভিমুখী রাস্তা মাটি দ্বারা সংস্কার কাজে ব্যাপক দুর্নীতি অনিয়ম হয়েছে। ২ লাখ ৩২ হাজার টাকার এ প্রকল্পে ২৯ জন অতিদরিদ্র জনগোষ্ঠীর শ্রমিক দিয়ে কাজ করানোর কথা থাকলেও মাত্র ৭ জন শ্রমিক দিয়ে কাজ করানো হয়েছে। সে কারণে এ প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন হয়নি। যে কাজ হয়েছে তাতে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা ব্যয় হতে পারে বলে মন্তব্য করেন স্থানীয়রা। এ কাজের পিআইসি ইউপি সদস্য মো. আয়েন উদ্দিন বলেন, ধানকাটার সময় কাজ করানোর কারণে শ্রমিকের অভাব থাকায় ঠিকমতো কাজ করাতে পারেননি। ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী রবিউল ইসলাম কাজে অনিয়ম হওয়ার কথা স্বীকার করে বলেন, ওই প্রকল্পের কাজ দেখতে গিয়ে কোনোদিনই ৭ জনের বেশি শ্রমিক দেখতে পাননি। তাছাড়া কাজটি ঠিকমতো হয়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন আকতার বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে