কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিলেটে কবর থেকে তোলা হলো এডভোকেট আনোয়ারের মরদেহ

মানবজমিন প্রকাশিত: ১৭ জুন ২০২১, ০০:০০

মারা যাওয়ার দেড় মাস পর সিলেটে কবর থেকে তোলা হয়েছে স্ত্রী শিপা বেগমের পরকীয়ার জেরে খুনের শিকার হওয়া আইনজীবী আনোয়ার হোসেনের মরদেহ। গতকাল দুপুরে সিলেট সদর উপজেলার শিবের বাজারের দীঘিরপাড় গ্রামের পারিবারিক কবরস্থান থেকে এডভোকেট আনোয়ার হোসেনের লাশ উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত থাকা পরিবারের লোকজন লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর এম্বুলেন্সযোগে আনোয়ার হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশে এডভোকেট আনোয়ার হোসেনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য তার লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার লাশ পুনরায় মাটি দেয়া হবে। নিহত আনোয়ার হোসেন দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে বাস করতেন। গত ৩০শে এপ্রিল স্বাভাবিক মৃত্যু মেনে নিয়ে পরিবারের সদস্যরা লাশ দাফন করেছিলেন। এরপর ১০ দিনের মাথায় স্ত্রীর পরকীয়া ও বিয়ের খবর প্রকাশ হলে তোলপাড় শুরু হয়। পরে আনোয়ারের ভাই মনোয়ার আদালতে হত্যা মামলা দায়ের করলে পুলিশ শিপাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়। রিমান্ড শেষে স্ত্রী শিপা আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্বীকার করেছেন- ঘুমের ট্যাবলেট খাইয়ে সে স্বামীকে হত্যা করে। এ মামলার প্রধান আসামি কানাইঘাটের ঝিঙ্গাবাড়ি গ্রামের শাহজাহান চৌধুরী মাহিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে