কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মোংলায় কঠোর বিধিনিষেধ বাড়লো আরও এক সপ্তাহ

মানবজমিন প্রকাশিত: ১৭ জুন ২০২১, ০০:০০

মোংলায় চলমান করোনা বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। এর আগে তিন দফায় দেয়া বিধিনিষেধের শেষ দিন ছিল বুধবার। গতকাল দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক মো. আজিজুর রহমান সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে চতুর্থ দফায় আরও এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন। হঠাৎ করে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ৩০শে মে থেকে মোংলায় কঠোর বিধিনিষেধ জারি করে প্রশাসন। গত ২৪ ঘণ্টায় মোংলায় করোনা শনাক্তের হার ছিল ৬৫ ভাগ। করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়াতে ওষুধের দোকান ব্যতীত মোংলা পৌর এলাকার কাঁচাবাজার, মাংস বাজারসহ সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। এদিকে গতকাল নতুন করে ৩০ জনের নমুনা পরীক্ষার ভেতর ১৪ জনের করোনা পজেটিভ এসেছে। মৌলভীবাজার সদর পৌর বিএনপি’র নতুন কমিটির অনুমোদন স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে: মৌলভীবাজার সদর পৌর বিএনপি’র আংশিক কমিটির অনুমোদন করা হয়েছে। গতকাল বিকালে জেলা বিএনপি’র সভাপতি এম নাসের রহমান ও ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বার্তায় এই তথ্য জানানো হয়। অনুমোদন প্রাপ্ত নবনির্বাচিত কমিটির সভাপতি হলেন ওলিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মমশাদ আহমদ, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার মজুমদার ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সালাম আহমেদ জিতু, সাংগঠনিক সম্পাদক (১) আনিসুজ্জামান বায়েস, সাংগঠনিক সম্পাদক (২) আশরাফুল হক চৌধুরী মুশতাক, প্রচার সম্পাদক মো. রেজাউল করিম রেজা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত