কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মৌলভীবাজারে মেডিকেল কলেজের দাবিতে মিড দ্য প্রেস

মানবজমিন প্রকাশিত: ১৭ জুন ২০২১, ০০:০০

মৌলভীবাজার জেলা নাগরিক কমিটির উদ্যোগে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালকে মেডিকেল কলেজ রূপান্তরিত করার দাবিতে মিড দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবের হলরুমে জেলা নাগরিক কমিটির উদ্যোগে মিড দ্য প্রেস অনুষ্ঠিত হয়। মিড দ্য প্রেসে জেলা নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ সাহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনের সাবেক এমপি ও জেলা নাগরিক কমিটির উপদেষ্টা এডভোকেট নবাব আলী আব্বাস খান। উপস্থিত ছিলেন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক সারওয়ার আহমদ, বিশিষ্ট লেখক ও গবেষক ব্যাংকার ড. মো. আবু তাহের, নাগরিক কমিটির উপদেষ্টা ডা. সাদিক আহমদ, নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাগরিক কমিটির উপদেষ্টা খালেদ চৌধুরী, নাগরিক কমিটির সদস্য সৈয়দ নওশের আলী খোকন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোস্তাক আহমদ মম, সৈয়দ আব্দুর রউফ মানিক, জাতীয় পার্টির কুলাউড়া উপজেলার সভাপতি লুৎফুল হক, রোটারিয়ান এএইচএম সাহাব উদ্দিন আহমেদসহ জেলা নাগরিক কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। মিড দ্য প্রেসে প্রেস ক্লাবের সাংবাদিকরা তাদের মতামতও তুলে ধরেন। বক্তব্য রাখেন এসএম উমেদ আলী, সৈয়দ মহসীন পারভেজ, আকমল হোসেন নিপু, সালেহী এলাহী কুটি, পান্না দত্ত, মু. ইমাদ উদ দীন, আমেদ আফরোজ প্রমুখ। মিড দ্য প্রেসে মৌলভীবাজার সদরের ২৫০ শয্যা হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তর, এ গ্রেডের জেলার কার্যক্রম বাস্তবায়ন। বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে