কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টিকা নেয়ার পরও নোয়াখালীর জেলা ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত

মানবজমিন প্রকাশিত: ১৭ জুন ২০২১, ০০:০০

দুই ডোজ টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি (৩২)। গতকাল বেলা পৌনে ৩টায় মুঠোফোনে নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত শুক্রবার বিকাল থেকে শরীরে জ্বর। শনিবার সকালে জ্বর কমে গেল কিন্তু মাথা ভারী হয়ে থাকলো। গত রোববার সকালেও একই অবস্থা, সঙ্গে যোগ হলো গন্ধহীনতা। এরপর মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয়ে নমুনা পরীক্ষার দেয়া হয়। গতকাল সকালে সেখান থেকে পাঠানো রিপোর্টে করোনা পজেটিভ আসে। এর আগে তিনি এপ্রিলের শেষের দিকে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেন। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ৩৪৫টি নমুনা পরীক্ষায় আরও ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করোনা আক্রান্তের হার ২১ দশমিক ৭৪ শতাংশ। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ৯ হাজার ৯১১ জন। আক্রান্তের হার ১০ দশমিক ৬৪ শতাংশ। নতুন মৃত্যু না হলেও মোট মৃত্যু হয়েছে ১২৭ জনের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে