কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘কোনো দল নির্বাচনে অংশ নিবে কিনা- সেটা তাদের বিষয়’

মানবজমিন প্রকাশিত: ১৭ জুন ২০২১, ০০:০০

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেছেন, কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহন করবে, কি করবে না- সেটা তাদের নিজস্ব ব্যাপার। নির্বাচন নির্বাচনের মতো হবে। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ম্যানেজমেন্ট করা। কারা প্রার্থী দিবে, কোন রাজনৈতিক দল নির্বাচনে আসবে, এখানে নির্বাচন কমিশনের কিছু করার নেই। এ সময় তিনি বলেন, বিএনপি নির্বাচনে এলে ভালো হতো। গতকাল দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।নূরুল হুদা বলেন,  ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোটগ্রহণ সুন্দর ও জাল  ভোট হয় না। এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ইভিএম-এ ত্রুটি ধরতে পারেনি। ইভিএম-এ ভোটগ্রহণ সবচেয়ে নিরাপদ। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ করতে নির্বাচন কমিশনের সকল প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি। বলেন, কোনো কেন্দ্রে অনিয়ম হলে ভোটগ্রহণ বন্ধ বা স্থগিত করা হবে। জাতীয় পরিচয়পত্রের বিষয়ে তিনি বলেন, এনআইডি কার্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করা ঠিক হবে না। এ বিষয়ে তার কোনো সমর্থন নেই। এর আগে ২১শে জুন লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে দিক-নির্দেশনামূলক সভা করেন তিনি। বিকালে নির্বাচনী কাজে নিয়োজিত সকল কর্মকর্তার সঙ্গে সভায় অংশ নেন সিইসি কেএম নূরুল হুদা। এ সময় নির্বাচন কমিশনের উপ-পরিচালক আইডিইএ ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের, নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব ফরহাদ আহম্মেদ, পুলিশ সুপার ড. এইচএম কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত