কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৬ লাখ ছাড়ালো

ইত্তেফাক জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ১৬ জুন ২০২১, ০৪:০৭

কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্রের জীবনযাত্রা যে রকম স্বাভাবিক ছিল তেমনটি ফিরে আসতে শুরু করেছে। তবে এরইমধ্যে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। সোমবার তারা এই বেদনাদায়ক মাইলফলক পার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


প্রতিবেদনে বলা হয়েছে, মহামারি করোনাভাইরাসে আত্রান্ত হয়ে বিশ্বব্যাপী প্রায় ৪০ লাখ লোকের মৃত্যু হয়েছে। এর প্রায় ১৫ শতাংশই যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ পর্যন্ত দেশটিতে শনাক্ত মোট করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ৩৪ লাখ ৭৪ হাজার ৭৫৮ জনে দাঁড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ড্যাশবোর্ডে দেওয়া তথ্যে এ চিত্র দেখা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও