কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাটুরিয়ায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দুর্ভোগে এলাকাবাসী

মানবজমিন প্রকাশিত: ১৪ জুন ২০২১, ০০:০০

ড্রেনের মুখ বন্ধ করে দেয়ায় সামান্য বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সাটুরিয়া। প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত ড্রেনের ভেতর ময়লা আবর্জনা ফেলায় অচলাবস্থা প্রায়। ফলে সড়কের পাশে ঘরবাড়ি, হাটবাজার, প্রেস ক্লাব, সরকারি ডাকবাংলো ও সড়ক তলিয়ে জনদুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। জানা যায়, সাটুরিয়া ও ধামরাই সীমান্তবর্তী খালের মুখ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় ধামরাই আমতা ইউনিয়নের চেয়ারম্যান ড্রেনের মুখ বন্ধ করে এ অবস্থার সৃষ্টি করেছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাটুরিয়া বাজার ও সরকারি উচ্চ বিদ্যালয় এবং ঢাকা-মানিকগঞ্জ- টাংঙ্গাইল সড়কের জলাবদ্ধতা থেকে রক্ষা পাওয়ার জন্য গত অর্থবছরে অর্ধকোটি টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ করা হয়। ওই ড্রেনটি ৯০ ভাগ সাটুরিয়ায় এবং বাকি ১০ ভাগ ধামরাইয়ের অংশের খালের মুখে পানি নিষ্কাশনের জন্য নির্মাণ করা হয়। কিন্তু ওই ১০ ভাগই মাটি ও দোকানের ময়লা আবর্জনায় ভরে যায়। ফলে সাটুরিয়ার পানি নিষ্কাশনের ব্যবস্থা আটকে পড়ে। সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু বলেন, সাটুরিয়া সহ শত শত মানুষের সুবিধার জন্য গত বছর ড্রেন নির্মাণ করা হয়। ওই ড্রেনেজ ব্যবস্থা করায় ধামরাইয়ের আমতা ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল হোসেন ড্রেনের মুখে মাটি ফেলে বন্ধ করে দেয়। প্রতিহিংসাবশত আমতা ইউপি চেয়ারম্যান এ অবস্থার সৃষ্টি করেছেন। সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে সাটুরিয়া বাজার ও সড়ক জলাবদ্ধতা হওয়ায় গত বছর প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ড্রেনটি। ধামরাই অংশের ড্রেনের মুখ আটকিয়ে দেয়ায় সামান্য বৃষ্টি হলেই ক্লাসরুমে পানি উঠে যায়।  সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম জানান, ধামরাই ইউএনওকে একাধিকবার ফোন করা হয়েছে। তাকে মুঠোফোনে পাওয়া যায়নি। আমতা ইউনিয়ন চেয়ারম্যানকে ড্রেনের মুখ বন্ধ করার জন্য নিষেধ করা হয়েছিল। এরপরও সে আবার ড্রেনের মুখ বন্ধ করে দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে