কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিলেটে বুরহানউদ্দিন সড়ক নিয়ে যে দুঃখ

মানবজমিন প্রকাশিত: ১৪ জুন ২০২১, ০০:০০

সিলেটে বুরহানউদ্দিন সড়ক দিয়ে কানাইঘাটের দূরত্ব মাত্র ৫২ কিলোমিটার। এর মধ্যে বসবাস ৩ উপজেলার কয়েক লাখ মানুষের। সিলেটের অন্যতম ব্যস্ততম সড়ক এটি। এলজিইডি’র তালিকাভুক্ত বড় সড়কের তালিকায়ও এই সড়ক। কিন্তু এই সড়ক নিয়ে দুঃখের অন্ত নেই এলাকাবাসীর। চলতি বর্ষায় সড়কটি পরিণত হয়েছে বড় বড় খানাখন্দে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সড়ক সংস্কার না হওয়ায় এরই মধ্যে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা। কয়েক দফা কর্মসূচি চলার পরও টনক নড়ছে না কর্তৃপক্ষের। ফলে সড়ক নিয়ে ক্ষোভ বেড়েছে। সম্প্রতি এলাকার লোকজন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে দেখা করে সড়কটি সংস্কার ও উন্নয়নের দাবি জানিয়েছেন। বুরহানউদ্দিনের ৫২ কিলোমিটার সড়কটির ৫ কিলোমিটার সিলেট সদর উপজেলার খাদিমনগর, ১৫ কিলোমিটার গোলাপগঞ্জ উপজেলার বাঘা এবং ৩২ কিলোমিটার কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ, ঝিঙ্গাবাড়ি, দক্ষিণ বানীগ্রাম, সদর ইউনিয়নে। ৫ বছর আগে থেকেই সড়কটির বেহাল দশা। সড়কটির সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের কুশিঘাট, নয়াবস্তি, মুরাদপুর, গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের নলু, মজিদপুর, রুস্তমপুর, দক্ষিণ বাঘা, গৌরাবাড়ি, সোনাপুর ও পরগনা বাজার এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের কুশিঘাট, মুরাদপুর, গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের সবগুলো পয়েন্টে বড় বড় গর্তে সড়কটি ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে বাঘা বাজারের নিকটবর্তী স্থানে রাস্তা বড় বড় গর্তে পরিণত হয়েছে। এছাড়া পুরো সড়কেই পিচ খোয়া-উঠে ছোট ছোট গর্তে পরিপূর্ণ হয়ে গেছে বলে জানান স্থানীয়রা। পুরো সড়কে ছোট বড় গর্তে যান চলাচলই কঠিন হয়ে গেছে। মানুষ একবার এ সড়ক দিয়ে গেলে দ্বিতীয়বার যাওয়ার কথা কল্পনায়ও আনবে না বলে জানান অনেকে। সড়কের কুশিঘাট ও মুরাদপুরে গর্তগুলো মিনি পুকুরের আকার ধারণ করেছে। গাড়িগুলোকে ডানে বায়ে কাটিয়ে গর্ত অতিক্রম করতে হয়। কখনো কখনো আবার সেসব গর্তে আটকে যায় গাড়ি। গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল ফজল চৌধুরী শাহেদ জানিয়েছেন- ৩ বছর থেকে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়ে আছে। রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় এই অঞ্চলের হাজারো মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। মহিলা, বৃদ্ধ ও রোগীদের নিয়ে চলাচলে সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে। বাঘা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আবুল কালাম জানিয়েছেন- ভোগান্তির কারণে অনেক সময় গাড়ি নিয়ে রাস্তায় বের হন না। সার্ভিস গাড়ি কমে যাওয়ায় যাত্রীদের এখন গাড়ি রিজার্ভ করে চলাচল কতে হচ্ছে। সড়কটি দ্রুত সংস্কার না করলে সিএনজি চলাচলও বন্ধ হয়ে যাবে। সড়কটি সংস্কারের দাবিতে দীর্ঘদিন থেকে এলাকাবাসী মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। বর্তমানে এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশ্বস্ত করায় এলাকার মানুষ কিছুটা আশাবাদী হয়েছেন। এদিকে, সড়কটি সংস্কার ও উন্নয়নের দাবিতে সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের এমপি নুরুল ইসলাম নাহিদের সুপারিশ সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়েছে। গতকাল দুপুরে গোলাপগঞ্জের বাঘা এলাকার বিশিষ্টজনেরা সিলেট এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইনামুল কবিরের কাছে এ স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে তারা জানান, সিলেট-গাছবাড়ি-কানাইঘাট সড়ক (বুরহানউদ্দিন সড়ক) বর্তমানে যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। অনেক স্থানে রাস্তার মাঝখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে সিলেট সদর, গোলাপগঞ্জের বাঘা ও কানাইঘাটের গাছবাড়ি এলাকার কয়েক লাখ মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এই অবস্থায় রাস্তাটি সংস্কার ও মেরামত করা জরুরি হয়ে পড়েছে বলে স্মারকলিপিতে তারা উল্লেখ করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, বিশিষ্ট রাজনীতিবিদ আবুল ফজল চৌধুরী শাহেদ, বাঘা জিআরএস ফিলিং স্টেশনের প্রোপাইটার শরিফ উদ্দিন আহমদ, পরগনা বাজার প্রাইমারি স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নজরুল ইসলাম কলিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী হাজী আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী রিপন আহমদ প্রমুখ। এর আগে বাঘার বিশিষ্ট ব্যক্তিবর্গ সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের সঙ্গে দেখা করে বিষয়টি অবগত করেন। একইসঙ্গে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংসদ সদস্য নাহিদকে অনুরোধ করেন। সিলেট এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. ইনামুল কবীর মানবজমিনকে জানিয়েছেন- বর্ষা মৌসুমে যাতে যানবাহন নিরাপদে চলাচল করতে যে কারণে রাস্তার বড় বড় গর্তে ইট ফেলা হচ্ছে। এরপর এই রাস্তার স্থানীয় উন্নয়নের জন্য প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। সেটি অনুমতি ফেলে আগামী শুস্ক মৌসুমে কাজ শুরু হতে পারে। তিনি বলেন, স্থানীয়রাও রাস্তার পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এ কারণে পানি জমে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত