কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মিরকাদিমে মেয়রের দুই ছেলের বিরুদ্ধে নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগ

মানবজমিন প্রকাশিত: ১৪ জুন ২০২১, ০০:০০

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মেয়র আবদুস সালামের দুই ছেলে ও তাদের বাহিনীর বিরুদ্ধে নির্যাতন, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ এনে নারী কাউন্সিলর হাসিনা পারভিন সংবাদ সম্মেলন করেছেন। গতকাল দুপুরে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবে মিরকাদিম পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সাবেক ও বর্তমান এই নারী কাউন্সিলর সংবাদ সম্মেলন করে তাদের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তোলেন। এর আগে গত ১১ই জুন মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কাছে মেয়রের ছেলেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন কাউন্সিলর হাসিনা পারভিন।সংবাদ সম্মেলনে কাউন্সিলর হাসিনা পারভিন বলেন, গত ৭ই জুন রাত ৮টার দিকে পৌরসভার উত্তর রামগোপালপুর এলাকায় ছেলে ও মেয়ে পক্ষের বিষয় নিয়ে স্থানীয় একটি বিচারে সুমন হাজির বাসায় যাই। এই বিচার-সালিশে সালিশদারদের কথা ন্যায়সঙ্গত না হওয়ায় তিনি ছেলের পক্ষে ন্যায়সঙ্গত কথা বললে মেয়ে পক্ষের উত্তর রামগোপালপুর গ্রামের সাকুরা দেওয়ানের ভাই রন্টি উত্তেজিত হয়ে অশ্লীল গালাগালি করেন। এই সালিশ বৈঠক বয়কট করে সুমন হাজির বাড়ির তৃতীয় তলার সিঁড়ি দিয়ে নেমে আসার পথে রন্টি পেছন থেকে এবং মেয়র আবদুস সালামের ছোট ছেলে মানিক সামনে এসে জাপটে ধরে কিল, ঘুষি ও লাথি মেরে পরনের বোরকা ও উড়না টেনে ছিঁড়ে ফেলে। এ অবস্থা দেখে তার ছেলে রাজু আহমেদ, কদরুদ্দোজা ও স্বামী কালু মিয়া এগিয়ে এলে তাদেরও মেয়রের ছেলের নেতৃত্বে লিমন, মাইনউদ্দিন, নিবিড়, রিংকু, মেয়রের অপর বড় ছেলে পাপ্পুসহ ১০-১৫ জন সন্ত্রাসী কাউন্সিলরসহ তার দুই ছেলে ও স্বামীকে বেধড়ক পেটায়। এ সময় মাইনউদ্দিন তার গলায় থাকা ১২ আনা ৪ রতি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তাদের চিৎকার শুনে রামগোপালপুর সমাজের সভাপতি মো. নাছির উদ্দিন এগিয়ে এলে তারা রক্ষা পান। পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগে এই নারী কাউন্সিলর হাসিনা পারভিন জানিয়েছেন, অভিযুক্তরা এলাকায় মাদক ব্যবসাসহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে এলাকায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে চলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে