কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কালীগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

মানবজমিন প্রকাশিত: ১৪ জুন ২০২১, ০০:০০

‘ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ স্থাপনের জন্য অধিগ্রহণকৃত ভূমির মালিকরা ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন করেছে। রোববার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে কালীগঞ্জ উপজেলার হর বাণীনগর মৌজার অধিগ্রহণ করা ভূমিতে ক্ষতিগ্রস্ত ১১টি কৃষক পরিবার মানববন্ধন করে। এ সময় তারা দাবি করেন গত বছর প্রায় ৫ একর ভূমি প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক ‘ইনস্টিটিউট অব লাইভস্টক অ্যান্ড টেকনোলজি’ স্থাপনের জন্য সরকার জেলা প্রশাসকের মাধ্যমে নিয়ে যায়। তখন বাজার মূল্যের চেয়ে ৩ গুণ মূল্য বেশি দেয়ার কথা থাকলেও তা মানা হয়নি। কিন্তু গত ১লা ফেব্রুয়ারি ভূমি মালিকদের দেয়া নোটিশে দেখা যায়, অধিগ্রহণকৃত জমির বর্তমান বাজারমূল্য তোয়াক্কা না করে মনগড়া একটি মূল্য নির্ধারণ করে নোটিশ দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী কৃষকরা গত ১০ই জুন লালমনিরহাট জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জেলা প্রশাসক মো. আবুজাফর সাংবাদিকদের জানান, ‘ভূমি অধিগ্রহণ যথানিয়মে করা হয়েছে। মূল্য নির্ধারণী তালিকা মোতাবেক ভূমির মূল্য ধার্য করা হয়েছে। অনেকে তাদের জমির টাকা নেয়ার জন্য আবেদন জমা দিয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে