কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিবচরে সেপটিক ট্যাংকি পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃত্যু

মানবজমিন প্রকাশিত: ১৪ জুন ২০২১, ০০:০০

শিবচরে সেপটিক ট্যাংকি পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসের কারণে ফরহাদ শেখ (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় মাসুদ ফকির (৩২) নামের আরও এক ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। গতকাল দুপুর ২টার দিকে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের সিপাইকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।শিবচর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে সিপাইকান্দি গ্রামের মানিক মুন্সীর বাড়ির বাথরুমের সেফটিক ট্যাংকি পরিষ্কার করতে ট্যাংকির ভেতরে নামে ফরহাদ শেখ ও মাসুদ ফকির। কিছুক্ষণ পরেই ট্যাংকির ভেতরে তারা চিৎকার করতে থাকলে দ্রুত তাদের ট্যাংকি থেকে উঠানো হয়। এ সময় ঘটনাস্থলেই ফরহাদ শেখ মারা যান এবং গুরুতর অসুস্থ অবস্থায় মাসুদ ফকিরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। নিহত ফরহাদ উপজেলার শিরুয়াইল ইউনিয়নের দক্ষিণ চর তাজপুর এলাকার তারা মিয়া শেখের ছেলে। তারা উভয়ই সেফটিক ট্যাংকি পরিষ্কারের কাজ করতো। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, সেফটিক ট্যাংকি পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপর অসুস্থ একজনকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে