কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজ্যে ৬৫ দিন পর ৪ হাজারের নীচে নামল দৈনিক সংক্রমণ, তবে পর পর তিন দিন বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা

আনন্দবাজার (ভারত) ভারত প্রকাশিত: ১৩ জুন ২০২১, ২১:৪৮

দু’মাস পর রাজ্যে ৪ হাজারের নীচে নামল দৈনিক সংক্রমণ। শেষবার চার হাজারের নীচে দৈনিক সংক্রমণ ছিল ৯ এপ্রিল। সে দিন সংখ্যাটা ছিল ৩ হাজার ৬৮৪। তার পর সংখ্যাটা ক্রমেই বেড়েছে এবং মে মাসের মাঝামাঝি সেটা ২০ হাজার ছাড়িয়ে গিয়েছিল। আবার ৬৫ দিন পর ফের ৪ হাজারের নীচে নেমে এল দৈনিক সংক্রমণ।


রবিবার সন্ধ্যায় প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮৪ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লক্ষ ৬১ হাজার ২৫৭। দৈনিক সংক্রমণ কমলেও সক্রিয় রোগী সংখ্যা কিন্তু ফের বাড়তে শুরু করেছে। ৯ জুন যে সংখ্যাটা ১৫ হাজারের কাছাকাছি ছিল, রবিবার সেই সংখ্যাটা সাড়ে ১৭ হাজার ছাড়িয়ে গিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও