কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রথম দুই স্থানে থাকা বরোয় হ্রাস সংক্রমিতের সংখ্যায়

আনন্দবাজার (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ০৭ জুন ২০২১, ০৭:৩৪

সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে কিছুটা হলেও ভাটা এসেছে। সেই পথেই হাঁটছে এই শহর। যার বড় প্রমাণ কলকাতা পুর এলাকায় সংক্রমণের শীর্ষে থাকা ১০ এবং দ্বিতীয় স্থানে থাকা ১২ নম্বর বরো। গত মাসেই ওই দুই বরোয় কোভিড আক্রান্তের সংখ্যা চিন্তায় ফেলেছিল প্রশাসন এবং চিকিৎসকদের।


কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, ২৬ মে কলকাতা পুরসভা এলাকায় নতুন করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৫৩৪। সেখানে ৫ জুন পুর এলাকায় সেই সংখ্যা ৫৭৯। গত ১৩ মে ১০ নম্বর বরোয় নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৬৯৪ জন। মে-র প্রথম দিকে এক দিনে ১২ নম্বর বরোয় ৬০০ জন নতুন সংক্রমিত হয়েছিলেন। ১০ এবং ১২ নম্বর বরোয় ২৬ মে সেই সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ২৭৫ এবং ১৫৫। ৬ জুন ওই সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ এবং ৩৬-এ। রাজ্য জুড়ে কড়া নিষেধাজ্ঞার ফলেই এই সংখ্যা কমেছে বলে মনে করছেন চিকিৎসক ও পুর আধিকারিকেরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও