কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নির্বাচন কমিশনের এখতিয়ার অটুট থাকুক

সমকাল প্রকাশিত: ০৩ জুন ২০২১, ০৯:৪১

দেশে ভোটার তালিকা থেকেই জাতীয় পরিচয়পত্র বা এনআইডির ধারণাটি এসেছে। নির্বাচন কমিশন সম্পূর্ণ নিজ দায়িত্বে এ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করছে। ২০০৭ সালে যখন প্রথম ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের কাজ প্রকল্প আকারে নেওয়া হয়, তখন আমরা শঙ্কিত ছিলাম- মানুষ কতটা আগ্রহী হবে। কিন্তু বিস্ময়করভাবে আমরা দেখেছি, মানুষ বৃষ্টি উপেক্ষা করে এনআইডির জন্য ছবি তুলতে দাঁড়ায়। তখন মানুষের ঢল থেকেই বোঝা গেছে, ছবিসহ এনআইডি মানুষকে ক্ষমতায়নের কাজও করছে। ইউএনডিপি, ইউকেএইড ও বাংলাদেশ সরকারের অর্থায়নে শুরু হওয়া ওই প্রকল্পে ২০০৮ সালে কিছু টাকা উদ্বৃত্ত থাকায় সেই টাকা দিয়ে সার্ভার স্টেশনের কাজও করা হয়।


এনআইডি প্রণয়নের অংশ হিসেবে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দিয়ে আসছে নির্বাচন কমিশন। পরে জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০১০-এর মাধ্যমেও নির্বাচন কমিশনকে এ ক্ষমতা দেওয়া হয়েছে। তার মানে, এ কাজটি এখন নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্বেরই অংশ। দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশন এ দায়িত্ব পালন করছে। হঠাৎ কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব নিতে চাচ্ছে, আমরা জানি না। তবে আমি মনে করি, এর ফলে আইনি, অবকাঠামো এবং রাজনৈতিক- এ তিন ধরনের সংকট তৈরি হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও