কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি

বাংলা ট্রিবিউন আবহাওয়া অধিদফতর প্রকাশিত: ১৮ মে ২০২১, ১৭:৫৬

সকাল থেকেই রাজধানীর কোথাও আকাশ মেঘলা, কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আবার কোথাও রোদ-মেঘের খেলা চলছিল। মঙ্গলবার (১৮ মে) বিকাল সোয়া চারটা নাগাদ শুরু হয় মুষলধারে বৃষ্টি। গত কয়েকদিনের প্রচণ্ড তাপদাহের পর এই বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে এলো রাজধানীবাসীর জন্য। সন্ধ্যা পর্যন্ত ঢাকার কোথাও কোথাও মাঝারি ধরনের এই বৃষ্টি চলতে পারে। সঙ্গে থাকবে দমকা হাওয়া।


আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, আজকে রাত পর্যন্ত ঢাকার আবহাওয়া এমনই থাকবে। বৃষ্টি সঙ্গে সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া থাকতে পারে। তিনি বলেন, ভারী বৃষ্টি না হলে তাপমাত্রা খুব একটা কমবে না। ঢাকা ছাড়াও দেশের উত্তরাঞ্চলের দিকে ঝড়বৃষ্টি হচ্ছে। সাময়িক তাপমাত্রা কমলেও আবার তা বাড়বে বলে তিনি জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও