কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কোয়ারেন্টিন শেষে অনুশীলনে সাকিব-মুস্তাফিজ

ইত্তেফাক শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রকাশিত: ১৮ মে ২০২১, ১৫:৫৩

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলে ভারত থেকে ফেরায় সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়। তবে ঘরের মাঠে আসন্ন শ্রীলঙ্কা সিরিজের অনুশীলনে এই দুই ক্রিকেটারকে পাওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিল বিসিবি। শুরুতে তাতে সাড়া না মিললেও ১২ দিন পর মুক্ত হলেন সাকিব-মুস্তাফিজ। আজ (মঙ্গলবার) থেকেই অনুশীলন শুরু করবেন তারা।


আইপিএল মাঝপথে স্থগিত হয়ে যাওয়ায় গত ৬ মে বাংলাদেশে ফিরে আসেন সাকিব আর মুস্তাফিজ। তবে বাড়ি ফেরার সুযোগ পাননি তারা। ভারত থেকে আসায় দুজনকেই হোটেল কোয়ারেন্টিনে পাঠানো হয়। সে হিসেবে আগামী ১৯ মে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষ হওয়ার কথা ছিলো। তবে জাতীয় স্বার্থে এই দুই ক্রিকেটারের কোয়ারেন্টিন প্রক্রিয়া শিথিল করতে সরকারের সঙ্গে দেনদরবার চালিয়ে যায় বিসিবি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও