কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জোগান নেই, কাশ্মীরে কার্যত বন্ধ টিকাকরণ

আনন্দবাজার (ভারত) কাশ্মীর প্রকাশিত: ১৬ মে ২০২১, ১৩:৪৭

টিকার জোগান নেই, সেই কারণে কাশ্মীরে টিকা দেওয়া কার্যত বন্ধ হয়ে গিয়েছে। শনিবার কাশ্মীরে অনেকগুলি জেলাতে কাউকেই টিকা দেওয়া হয়নি। উপত্যকার ১০টি জেলায় মাত্র ৫০৪ জনকে টিকা দেওয়া হয়েছে। রাজধানী শ্রীনগরেও কাউকে টিকা দেওয়া হয়নি। সরকারি সূত্র বলছে যে গত সপ্তাহে টিকা সরবরাহ করা হয়নি। সেই কারণেই টিকা শেষ হয়ে গিয়েছে। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে প্রশাসনের এক আধিকারিক বলেন, ‘‘আমরা গত শনিবার টিকার চালান পেয়েছি। এখন এখানে কোনও টিকা নেই।’’ জম্মুতে অবশ্য শনিবার প্রায় ১৪ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে। তবে সেটাও অনেক কম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও