কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, গত ২৪ ঘণ্টায় ১৪৪, নতুন সংক্রমণ ১৯,৫১১

আনন্দবাজার (ভারত) ভারত প্রকাশিত: ১৫ মে ২০২১, ২০:৫৪

রাজ্যে কোভিড রোগীদের দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে দেড়শোর কাছাকাছি পৌঁছে গেল। শনিবার রাতে স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৪৪ জন। যা এখনও পর্যন্ত ১ দিনের নিরিখে সর্বোচ্চ। সেই সঙ্গে কোভিডে মোট মৃ্ত্যুর সংখ্যা ১৩ হাজারের গণ্ডি পার করল। তবে টানা ৪ দিন পর গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নীচে নেমেছে। যদিও মোট আক্রান্তের সংখ্যা ১১ লক্ষের পার করেছে। সেই সঙ্গে, উত্তর ২৪ পরগনা জেলায় ফের ৪ হাজারের বেশি দৈনিক আক্রান্ত হয়েছেন। কলকাতায় সেই সংখ্যাটা প্রায় ৪ হাজার।


শনিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ১৪৪ জনের মধ্যে শুধুমাত্র উত্তর ২৪ পরগনা জেলায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় মারা গিয়েছেন ৩০ জন। অন্য দিকে, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় ১৩ জন করে রোগীর মৃত্যু হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও