কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কোভিড-১৯: পশ্চিমবঙ্গে ১৫ দিনের লকডাউন

বিডি নিউজ ২৪ পশ্চিমবঙ্গ প্রকাশিত: ১৫ মে ২০২১, ১৫:২৪

কোভিড-১৯ সংক্রমণের বিস্তারে বাধ সাধতে ১৫ দিনের লকডাউনের ঘোষণা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার।


রোববার থেকে শুরু হওয়া লকডাউন চলাকালে শুধু জরুরি পরিষেবাগুলোর সঙ্গে যুক্ত দপ্তরগুলো কার্যক্রম সচল থাকবে বলে ঘোষণায় জানিয়েছে রাজ্যটির সরকার। 


এর বাইরে সব সরকারি ও বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কলকাতা মেট্রোসহ রাজ্যজুড়ে সব ধরনের পরিবহন পরিষেবাও বন্ধ থাকবে।  


নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়কারী মুদি দোকান ও বাজার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। কিন্তু মিষ্টির দোকান সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানানো হয়েছে। পেট্রল পাম্প ও এটিএম বুথ খোলা থাকবে আর ব্যাংকিং কার্যক্রম সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে সারতে হবে।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও