কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এবার সংক্রমণ রুখতে লকডাউন জারি করল কেরল

এইসময় (ভারত) কেরালা প্রকাশিত: ০৬ মে ২০২১, ১২:৩৭

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার লকডাউন জারি করল কেরল প্রশাসন। ৮ মে থেকে ১৬ মে পর্যন্ত কেরালাতে সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে। গতকালই এই রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিল ৪২ হাজার জন। এরপরেই লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে পিনারাই বিজয়ন প্রশাসন।

কেরলের একাধিক জেলায় মোট বাসিন্দার ২৫ শতাংশের বেশি মানুষ করোনায় আক্রান্ত। এরআগে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করেছিল কেরল। ভারতে ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে করোনা পরিস্থিতি। দ্রুত গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। দেশে করোনায় দৈনিক সংক্রমণ ফের চার লাখের গণ্ডি পার করল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১২ হাজার ২৬২ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮০ জনের। একদিনে ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ১১৩ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও