কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

Bengal Polls: চব্বিশের লোকসভা ভোটে বিরোধী জোটের মুখ? এখনই ভাবতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়

আনন্দবাজার (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ০৪ মে ২০২১, ২১:৫৬

পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে তৃণমূলের বিপুল জয় উস্কে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আগামী লোকসভা ভোটে বিজেপি-বিরোধী জোটের ভাবনা। তৃণমূলনেত্রী অবশ্য বিষয়টিকে ‘ভবিষ্যতের’ উপরেই ছেড়ে দিয়েছেন। তবে সেই সঙ্গেই ‘বার্তা’ দিয়েছেন, বিজেপি-র বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়েরও।


একটি সর্বভারতীয় টিভি চ্যানেলে সাক্ষাৎকারে মমতার কাছে জানতে চাওয়া হয়েছিল, ২০২৪ সালের লোকসভা ভোটে তিনিই বিরোধী জোটের ‘মুখ’ হবেন কি না। জবাবে তিনি বলেন, ‘‘অনেক সময়ই আপনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারবেন না। ভোটের সময় অভিন্ন ন্যূনতম কর্মসূচি থাকতে হয়। এখন কোভিড পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ের সময়। লড়াই শেষ হলে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আমাদের পরামর্শ দেওয়ার জন্য বিশেষজ্ঞদের একটি দলও গড়ব।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও