কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এবার দেবিদ্বারে ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল আইনে অভিযোগ

মানবজমিন প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১, ০০:০০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল বিকালে স্বেচ্ছাসেবক লীগের কুমিল্লা উত্তর জেলা সদস্য মো. লিটন সরকার বাদী হয়ে  দেবিদ্বার থানায় অভিযোগটি করেন। ওসি মো. আরিফুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগকারী লিটন সরকার বলেন, “ধর্মীয় মূল্যবোধে আঘাত করে ফেসবুকে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন তার আইনজীবী এডভোকেট মো. হারুনুর রশিদ (সবুজ), কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. সাদ্দাম হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ নেতা যাদব রায় প্রমুখ। মামলার আইনজীবী এডভোকেট মো. হারুনুর রশিদ (সবুজ) বলেন, ভিপি নুর তার ভেরিফাইড ফেসবুক লাইভে এসে ‘কোনো আওয়ামী লীগ মুসলমান হতে পারে না। এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ ওসি মো. আরিফুর রহমান বলেন, ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত