কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খুমেক হাসপাতালের ফার্মেসিতে অনিয়ম দু’জনকে বদলি

মানবজমিন প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ০০:০০

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগে ফার্মেসিতে অনিয়মের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় দুই ফার্মেসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে বহির্বিভাগের ফার্মেসিতে ফার্মাসিস্ট এসএম আব্দুল মফিজকে শাস্তিমূলক বদলির পাশাপাশি ৫ বছরের ইনক্রিমেন্ট বন্ধের জন্য বলা হয়েছে। এছাড়া অপর বহির্বিভাগের ফার্মেসির ইনচার্জ ফার্মাসিস্ট এস এম মোস্তফা কামালকে বদলি করা হয়। এর আগে ওই ফার্মেসিতে কিছু অনিয়ম এবং স্টক লেজার অনুযায়ী ওষুধ অতিরিক্ত থাকার অভিযোগ পাওয়ায় ৬ সদস্য নিয়ে গঠিত তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এটি এম মঞ্জুর মোর্শেদ বলেন, হাসপাতালে বহির্বিভাগে ফার্মেসিতে অনিয়মে ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। তদন্তে দুই ফার্মাসিস্ট এর বিরুদ্ধে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত