কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নওগাঁয় দুইপক্ষের সংঘর্ষে নিহত-১

মানবজমিন প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ০০:০০

নওগাঁর নিয়ামতপুরে বোরো ধান কাটাকে কেন্দ্র করে আদিবাসীদের দুইপক্ষের সংঘর্ষে বুধু (৬০) নামে  ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২ মহিলাসহ আরো অন্তত ৮ জন আহত হয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ২ জনকে আটক করেছে। গতকাল দুপুর ৩টায় উপজেলার পাড়ইল ইউনিয়নের মাসনা ধানের ক্ষেতে সংঘর্ষের এই ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পাড়ইল ইউনিয়ন বান্দইল বিচিবাড়ী গ্রামের তারণ সরদারের জমিতে মসি সরদারের ছেলে বুধু সরদার, তারানু সরদার, বিধানের ছেলে খোকা টপ্প, মৃত-তারণ সরদারের ছেলে বিধান সরদার বোরো ধান রোপণ করেন। বুধবার দুপুরে সেই ধান কাটতে গেলে মাসনা গ্রামের বঙ্গপাল ও সেভিন বাহিনী বাধা দেয়। এ সময় তারা হাসুয়া, তীর ধনুক দেশীয় অস্ত্র্ত্র নিয়ে আক্রমণ করলে বান্দইল বিচিবাড়ী গ্রামের মসি সরদারের ছেলে বুধু সরদারসহ বেশ কয়েকজন আহত হয়।  আহতদের প্রথমে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে বুধু সরদার মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার আহমেদ। নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে