কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাগুরা বাস কাউন্টার মালিক-শ্রমিকদের মানববন্ধন, সংবাদ সম্মেলন

মানবজমিন প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ০০:০০

মাগুরায় লকডাউনে  বন্ধ থাকা দূরপাল্লার বাস কাউন্টার মালিক ও শ্রমিকরা সরকারি আর্থিক ও খাদ্য সহায়তার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে। গতকাল দুপুর ১২টায় মানববন্ধন শেষে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনাল কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, হাসানুল কবির বাদশা, লিয়াকত আলী, রানা মোল্লা, আকিদুল  ইসলাম, মিজানুর রহমান, রেজাউল ইসলাম। বক্তারা বলেন, লকডাউনে সকল ব্যবসায়ীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কমবেশি ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু লকডাউনে দূরপাল্লার সকল বাস বন্ধ থাকায় মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের দেড় শতাধিক কাউন্টার মালিক ও শ্রমিক দীর্ঘদিন সম্পূর্ণ বেকার জীবনযাপন করছেন।  এতে অধিকাংশ পরিবারের সদস্যদের খেয়ে না খেয়ে দিন কাটছে। বেকার এ সকল কাউন্টার মালিক ও শ্রমিক  তাদের জীবন বাঁচাতে সরকারের কাছে  দ্রুত আর্থিক ও খাদ্য সহায়তা প্রদানের দাবি জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে