কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বুদ্ধিজীবীর আবার দল কী?

মানবজমিন প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ০০:০০

এদেশে সর্বক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক যে শূন্যতা বিরাজমান তা আমরা পদেপদে টের পাচ্ছি। একাত্তরে বুদ্ধিজীবীদের হত্যার মধ্যদিয়ে যে বুদ্ধিবৃত্তিক শূন্যতার সূত্রপাত তা পূর্ণতা পায় পরবর্তীতে অধিকাংশের ব্যক্তিগত সুবিধা লাভের আশায় নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলে অন্ধ ও নি:শর্ত আত্মসমর্পণের মাধ্যমে। দু:খজনক হলেও সত্য এ ধারা দিন দিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, আইনজীবী, চিকিৎসক ও আমলাদের অধিকাংশই আজ নির্লজ্জ দলীয় রাজনীতির সর্বনাশা মিছিলে সামিল।ফলশ্রুতিতে যা হওয়ার তাই হচ্ছে!কোন দলের প্রতি ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, সমর্থন থাকাটা স্বাভাবিক। কিন্তু তাই বলে দলের অন্যায়কে মেনে নেয়া, চুপ থাকা এবং কখনো কখনো সেই অন্যায়ের পক্ষে সাফাই গাওয়া? আবার একই অন্যায় অন্যপক্ষ করলে রাজপথ ও মিডিয়া উত্তপ্ত করে ফেলা?! তাহলে সাধারণ রাজনৈতিক নেতাকর্মীর সাথে বুদ্ধিজীবীর তফাৎ কোথায়? রাষ্ট্রের বিদ্যমান বুদ্ধিবৃত্তিক শূন্যতা দূরীকরণে সর্বাগ্রে বুদ্ধিজীবীদের দলীয় খোলস পরিত্যাগ করা জরুরি।বুদ্ধিজীবীর আবার দল কী?!লেখকঃ সহযোগী অধ্যাপক,শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট,ঢাকা বিশ্ববিদ্যালয়।লেখাটি ফেসবুক থেকে নেয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত