কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আমাদের বিনয়ী হতেই হবে

ইত্তেফাক আমিনুল হক শাহীন প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ১০:৩৪

আমরা সবাই নিজেকে ‘বড়’ কিছু ভাবতে ভালোবাসি। আমরা আসলে এক-একটা কুয়োর ব্যাং। আমরা যখন একটি প্রতিষ্ঠানে কাজ করি, মনে করি এটাই পৃথিবীর ব্যস্ততম গুরুত্বপূর্ণ জায়গা, আর সবকিছু ফালতু। ধরা যাক, একজন বিসিএস দিয়ে ফরেন ক্যাডার হলেন, তিনি হয়তো ভাবছেন—তিনি সবার থেকে ভালো করেছেন। ধরা যাক, আরেক জন দেশের শ্রেষ্ঠ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলেন।


তাকে যদি জিগ্যেস করা যায়, বিসিএস দেবেন কি না, তিনি হয়তো বিসিএসকে পাত্তাই দেবেন না। বলবেন, ‘বিসিএসই যদি দিতে হয় তাহলে এত কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পড়লাম কেন?’ আবার ধরেন, একজন জজ হয়েছেন। তিনি হয়তো ভাবছেন—‘আমিই পৃথিবীর সেরা চাকরিজীবী। সাবেক কোনো মন্ত্রীর বিরুদ্ধেও যদি মামলা হয়, তবে আমার কোর্টে আমাকে স্যার বলতে হবে।’ আবার তিনি যদি জজের চাকরিটা ছেড়ে দিয়ে অধ্যাপনার পেশায় আসেন তিনি তখন ভাববেন, নিজে জজ হওয়ার চাইতে জজ বানানোটাই বেশি সম্মানের। আবার যারা ব্যবসায়ী তারা মনে করেন, চাকরিজীবীরা হচ্ছে চাকর। ঐ পেশায় কোনো স্বাধীনতা নেই। দেশের অর্থনীতিতে আমাদের অবদানই বেশি। আমাদের কাউকে স্যার বলতে হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও