কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লকডাউনেও রহনপুরে জমজমাট সাপ্তাহিক হাট

মানবজমিন প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ০০:০০

চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে করোনার কারণে ঐতিহ্যবাহী সোমবারের সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণার পরেও রীতিমতো চালু ছিল। জানা গেছে,  রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও রহনপুর পৌরসভা যখন হাট বন্ধের সিদ্ধান্ত নেয়। কিন্তু সোমবার ভোর হতে না হতেই বিভিন্ন এলাকার ব্যবসায়ীগণ তাদের পণ্যের পসরা সাজাতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলে যায় সব দোকানপাট, জমতে শুরু করে হাট। এদিকে, সোমবারের বৃহৎ গরুরহাট নির্ধারিত স্থানের পরিবর্তে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের পাশের ফাঁকা জায়গায় বসানো হয়। পুলিশ বিভিন্ন মোড়ে বার বার বাধা দিয়েও রুখতে পারেনি জনতার স্রোত। ভ্রাম্যমাণ আদালত নিয়ম ভঙ্গের দায়ে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করে। এ বিষয়ে জানতে চাওয়া হলে রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান জানান, মানুষ সচেতন না হলে, পুলিশ দিয়ে কতটুকু রোধ করা সম্ভব? তাই হাট বন্ধ করা যায়নি। গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে