কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লকডাউনে পুঠিয়ায় কঠোর অবস্থানে পুলিশ

মানবজমিন প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ০০:০০

দেশব্যাপী লকডাউনের ৬ষ্ঠ দিনেও কঠোর অবস্থানে পুঠিয়া থানা পুলিশ। আবারো এক সপ্তাহ লকডাউন বৃদ্ধির ঘোষণায় সর্বাত্মক তা কার্যকর করতে গতকাল সকাল থেকেই মহাসড়কসহ সব রাস্তায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। উপজেলার প্রতিটি প্রবেশদ্বারে বসানো হয়েছে তল্লাশি চৌকি। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে যানবাহন থেকে নামিয়ে ফিরিয়ে দেয়া হচ্ছে যাত্রীদের। লকডাউন না মেনে রাস্তায় বের হওয়ায় যানবাহনে জরিমানা করতে দেখা গেছে। লকডাউনে জরুরি সেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) ইমরান জাকারিয়া বলেন, ‘দেশকে করোনামুক্ত করতে লকডাউন মেনে চলার কোনো বিকল্প নেই। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে সরকারের দেয়া নির্দেশনা মেনে চলতে হবে। কেউ নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, লকডাউন বাস্তবায়ন করতে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিদিনই ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকায় চলছে বিশেষ টহল। কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে ঘোষিত লকডাউন। যানবাহনসহ জনসাধারণের অপ্রয়োজনীয় চলাচল বন্ধ করতে রয়েছে কয়েকস্থানে পুলিশের চেকপোস্ট। এদিকে বিভিন্ন হাটবাজার-পাড়া মহল্লায় মোবাইল কোর্ট পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ্‌, পিপিএ এবং সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ এর ভ্রাম্যমাণ আদালত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে