কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘আইসিইউ খালি পাওয়া সোনার হরিণের মতো’

প্রথম আলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং হাসপাতাল প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১, ২০:২১

শাহনাজ অচেতন অবস্থায় ট্রলিতে শোয়া। জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছেন, বুক ওঠানামা করছে তাঁর। সঙ্গে থাকা স্বজন জানালেন, তাঁরা টঙ্গী থেকে এসেছেন। শাহনাজ অচেতন হয়ে পড়েছিলেন, তাই দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। শাহনাজকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়।


করোনা সংক্রমণের প্রকোপ আবার বাড়তে থাকায় হাসপাতালে প্রতিনিয়ত আক্রান্ত রোগী আসছেন। আজ সোমবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শাহনাজের মতো ভর্তির অপেক্ষায় দেখা গেল জালাল উদ্দিনকে। করোনা ইউনিটের বারান্দায় বেঞ্চে বসে ছিলেন। অক্সিমিটার দিয়ে অক্সিজেনের মাত্রাও মাপা হলো। তাঁর স্ত্রী রহিমা বেগম জানালেন, জালাল উদ্দিনের বয়স ৭০–এর ওপর। তাঁদের বাড়ি রাজধানীর আটিবাজারে। বেশ কিছুদিন ধরে জ্বর, কাশিতে ভুগছিলেন। করোনা পরীক্ষা করতে দিয়েছেন। তবে শ্বাসকষ্ট থাকায় আজই ভর্তি হবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও