কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আবারো উত্তপ্ত রূপগঞ্জ

মানবজমিন প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ০০:০০

অপরাধের স্বর্গরাজ্য রূপগঞ্জের চনপাড়া বস্তি আবারো উত্তপ্ত হয়ে উঠেছে। গত ৪ দিন যাবত এলাকাবাসীর সঙ্গে চনপাড়ায় ডনখ্যাত বজলু বাহিনীর চলছে হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা। প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে চলছে দফায়-দফায় মিছিল। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা। চনপাড়া বস্তির নৌকার ঘাট নিয়ে এই সংঘাতের সূত্রপাত। গত বুধবারে থেকে শনিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দফায় দফায় মিছিল, হামলার ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকমাস আগে শীতলক্ষ্যা নদীর চনপাড়া-নোয়াপাড়া ঘাটের ২শ’ নৌকা চলাচল বন্ধ করে সেখানে ট্রলার বসিয়ে প্রতিদিন প্রায় ৪০ হাজার টাকা নিজের পকেটে নিতো চনপাড়ার ডন বজলু। বিষয়টি নৌকার মাঝিরা পাট ও বস্ত্রমন্ত্রীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানান। এতেও কোনো সুরাহা হয়নি। গত বুধবার নৌকার মাঝিদের পক্ষ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা জয়নাল, শাহীন, রাজাসহ স্থানীয় শত শত লোক মিছিল বের করে। খবর পেয়ে বজলু ও তার বাহিনীর লোকজন তাদের উপড় অতর্কিত হামলা চালায়। এরপর থেকে গত বৃহস্পতি, শুক্র ও শনিবার দফায় দফায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বজলু, নাজমা, ও তার বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টা মিছিল বের করে। পরে হাজারো এলাকাবাসী লাঠিসোটা নিয়ে একত্রিত হয়ে বজলুসহ তার সন্ত্রাসী বাহিনীকে ধাওয়া দিলে তারা পালিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চনপাড়া বস্তিতে চরম উত্তেজনা বিরাজ করছে।  অনুসন্ধানে জানা গেছে, হত্যা, অপহরণ, ভাড়াটে খুনি, মাদক, চাঁদাবাজি, পতিতাবৃত্তি, চোরাচালান, ছিনতাই, ডাকাতি, সুদের ব্যবসা, চুরিসহ হেন কোনো অপকর্ম নেই যা এখানে সংঘটিত হয় না। মিছিল সমাবেশে লোক ভাড়া থেকে শুরু করে রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের আত্মগোপনের নিরাপদ আশ্রয় চনপাড়া বস্তি। ছিন্নমূল মানুষের জন্য আশ্রয় কেন্দ্র হলেও গত ৪ দশকের রাজনৈতিক আশ্রয় প্রশয়ে এখানকার কতিপয় বাসিন্দা হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য ক্ষমতাধর। গত ১৫ বছর ধরে চনপাড়া বস্তি নিয়ন্ত্রণ করছে বজলু। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) জসিমউদ্দিন বলেন, ছোট্ট একটা এলাকায় ৭০ হাজার লোকের বসবাস। তাই একদিকে অভিযান শুরু করলে অন্যপ্রান্তে খবর পৌঁছে যায়। তবে বর্তমান সংঘাতের ব্যাপারে পুলিশ সোচ্চার আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চনপাড়া এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত