কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

Bengal Polls: মোদীর মুখে ‘দাঙ্গা’ অভিযোগ, মমতাকে জবাব দিতে টানলেন পুরনো রামনবমী-কাণ্ড

আনন্দবাজার (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১, ১৪:২৫

বাংলায় ‘দাঙ্গাবাজ’দের পাশে কে দাঁড়িয়েছে, ‘তোষণ’-এর নীতি কে নিয়েছে, কেন পুলিশ ‘দাঙ্গাবাজ’দের সমর্থন করেছে— রাজ্যে পঞ্চম দফার ভোটগ্রহণের দিনে এমনভাবেই তৃণমূলকে ‘দাঙ্গা অভিযোগ’-এ বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী বরাবর ‘বিজেপি স্বৈরাচারী দাঙ্গাবাজদের দল’ বলে আক্রমণ করেন। নীলবাড়ির লড়াইয়ে প্রচারে এমন কথা অনেকবারই বলতে শোনা গিয়েছে মমতাকে। শনিবার আসানসোলের জনসভা থেকে সেই আক্রমণেরই যেন জবাব দিলেন মোদী।


শনিবার মোদী তাঁর বক্তব্যে ৩ বছর আগে আসানসোল-রানিগঞ্জ এলাকায় হওয়া গোষ্ঠী হিংসার কথাও মনে করান। সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘‘আপনাদের ৩ বছর আগের রামনবমীর কথা মনে আছে? আসানসোল, রানিগঞ্জের দাঙ্গা কে ভুলতে পারে? এই সব দাঙ্গায় শত শত মানুষের জীবনের পরিশ্রম পুড়ে ছাই হয়ে গিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি গরিবের হয়েছে। রাস্তায় দোকান লাগানো ছোট ব্যবসায়ীদের হয়েছে।’’ এর পরেই ৩টি প্রশ্ন তোলেন মোদী। বারবার সেই প্রশ্নগুলি করে উত্তর চান জনতার থেকে। মোদী বলেন, ‘‘দাঙ্গাকারীদের কে সমর্থন দিয়েছিল? তোষণের নীতি কে গ্রহণ করেছে? কার জন্য পুলিশ দাঙ্গাবাজদের পাশে দাঁড়িয়েছে?’’ বারবার প্রশ্ন করে জনতার উত্তর শুনে মোদী বলেন, ‘‘সবার একটা জবাব। সবাই বলছে। দিদির কারণে, দিদির কারণে।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও