কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নির্দেশনা ভেঙে হোটেলে টেবিলে খাবার পরিবেশন করায় জরিমানা

জাগো নিউজ ২৪ নগর ভবন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১, ১৯:৫৫

সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন আজ শুক্রবার (১৬ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পৃথক ছয়টি ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সরকারি বিধিনিষেধ না মেনে হোটেলে বসিয়ে খাবার পরিবেশন, স্বাস্থ্যবিধি না মানা এবং অনুমোদনবিহীন দোকান খোলা রাখায় মোট ১৩টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট ৩৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।


ডিএসসিসির আঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) মেরিনা নাজনিন সাত মসজিদ রোড, ধানমন্ডি ২৭, পান্থপথ, সোনারগাঁও রোড, বেইলী রোড ও মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। ধানমন্ডি ২৭ এ বিকেল তিনটার পরেও একটি চশমার দোকান খোলা রাখায় তিন হাজার টাকা, বিনা কারণে ব্যক্তিগত গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়ায় মালিককে এক হাজার টাকা এবং বেইলি রোড এলাকায় অনুমোদনবিহীন ফুটপাতের ওপর জিলাপি ভাজা ও বিক্রির দায়ে এ-ওয়ান বেকারিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও