কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনার সুনামিতে ১৬ দিনেই লক্ষাধিক শনাক্ত

বাংলা ট্রিবিউন স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১, ১৯:১৭

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত চার হাজার ৪১৭ জন রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এনিয়ে সরকারি হিসেবে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন সাত লাখ ১১ হাজার ৭৭৯ জন। এছাড়া চলতি মাসের প্রথম ১৬ দিনে স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে শনাক্ত হয়েছেন এক লাখ ৪৮৪ জন। যা কিনা গত পুরো মার্চ মাসের চেয়ে বেশি। গত মার্চ মাসে শনাক্ত হয়েছেন মোট ৬৫ হাজার ৭৯ জন।


করোনায় একদিনে ১০১ মৃত্যুর রেকর্ড


গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন। একদিনে এই প্রথম একশ' জনের বেশি মারা গেলেন। গত ৩১ মার্চ অধিদফতর ৫২ জনের মৃত্যুর কথা জানায়। তারপর থেকে একদিনে মৃত্যু ৫০-এর নিচে নামেনি। আজকের ১০১ জন নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১০ হাজার ১৮২ জন। 


‘সাত দিনের লকডাউন হয় না’


সাত দিনের লকডাউনে কাজ হবে না। বরং করোনার পরীক্ষা বাড়ানো দরকার। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, উপসর্গহীন করোনা আক্রান্তরা সংক্রমণের ঝুঁকি বাড়ানোর জন্য বিপজ্জনক। পরীক্ষা কেন্দ্রে অনেকে আসতে রাজি হচ্ছেন না। পরীক্ষা করাতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তাই লোকজনকে আগ্রহী করতে নমুনা পরীক্ষা ফ্রি করার সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।


কোভিড-১৯: এক সপ্তাহে মৃত্যু ৩০% বেড়েছে


দেশে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে কোভিড-১৯ রোগীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে মৃত্যুও বাড়ছে। গত ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত মোট ৩৪৪ জনের মৃত্যু হয়। আর ৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল- এই ৭ দিনে মারা গেছেন ৪৪৮ জন।


রোজা রেখে করোনার টিকা নেওয়া যাবে: সেব্রিনা ফ্লোরা


স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, রোজা রেখে করোনার টিকা নেওয়া যাবে কিনা এমন প্রশ্নের মুখোমুখি হচ্ছি আমরা। সবাইকে জানাতে চাই, রোজা রেখেও টিকা নেওয়া যাবে। এ নিয়ে আমরা ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে কথা বলেছি। ফাউন্ডেশন জানিয়েছে, রোজা রেখে টিকা নেওয়াতে কোনও বাধা নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও